News Brief : Al-Manar Aadarsha Shiksha Sibir আল-মানার আদর্শ শিক্ষা শিবিরে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হল ...
News Brief :
Al-Manar Aadarsha Shiksha Sibir
আল-মানার আদর্শ শিক্ষা শিবিরে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হল
আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে হাড়োয়ার গোয়ালপোতা আল-মানার আদর্শ শিক্ষা শিবির পাশাপাশি ২০২৪ শিক্ষাবর্ষের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী ছাত্রদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
প্রত্যয় নিউজ ডেস্ক, ২৬শে জানুয়ারী, হাড়োয়া:
উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়ার গোয়ালপোতায় আল-মানার আদর্শ শিক্ষা শিবিরে প্রজাতন্ত্র দিবসের দিনেই ২০২৪ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হল। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটা শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন আল-মানার ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট-এর সম্পাদক নূর উদ্দিন শাহ সাহেব, ট্রাস্ট সভাপতি মাওলানা রফিকুল ইসলাম এবং আল-মানার মিশন সম্পাদক মাওলানা আব্দুল আজীজ মোল্যা তিন জন একত্রে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ট্রাস্ট সম্পাদক নূর উদ্দিন শাহ এই দেশের সংবিধানের সার্বভৌম অধিকার সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন দেশকে স্বাধীন করার জন্যে যেমন ক্ষুদিরাম, আসফাকুল্লারা নিজেদের জীবন উৎসর্গ করে ছিলেন। প্রয়োজন হলে আবারও আমাদের সন্তানদের এই দেশকে গড়ার জন্য রক্ত দিতে হবে। বিদায়ী ছাত্রদের উদ্দেশ্য বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, "তোমরা একটা কথা মনে রাখবে তোমাদের ব্যবহারে যেন তোমাদের বাবা-মা যেন কষ্ট না পায়। মানুষ ভালো পোশাক পরতে না পারলে কষ্ট পায় না। কিন্তু সন্তানের ব্যবহারে সবচেয়ে বেশী কষ্ট পায়।" ট্রাস্টের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম বলেন, দেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আজকের শাসক শোষকে পরিণত হয়েছে। বিদায়ী ছাত্রদের উদ্দেশ্য মাওলানা রফিকুল ইসলাম বলেন, "আল-মানারের প্রতিষ্ঠাতাদের লক্ষ্য একজন দুনিয়া এবং আখিরাতের উপযুক্ত মানুষ তৈরি করতে পারি, তোমরা যদি ব্যাবহারিক জীবনে আল-মানারের শিক্ষা কাজে লাগাতে পার তবে আল-মানারের লক্ষ্য পূরণ হবে।"
আল-মানার আদর্শ শিক্ষা শিবির-মিশন সম্পাদক মাওলানা আব্দুল আজীজ মোল্যা বিদায়ী ছাত্রদের উদ্দেশ্য বলেন, "তোমরা আল-মানারের ক্যাম্পাস থেকে বিদায় নিলেও জীবনের প্রতি ক্ষেত্রে যেন আল-মানারের শিক্ষা তোমাদের পাথেয় হয়।" বিদায়ী ছাত্রদের ট্রফি এবং মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো।
আজকের অনুষ্ঠানে গতকালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। গতকাল আল-মানারের প্রাথমিক এবং হাই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় সফলদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিশনের প্রধান শিক্ষক জুলফিকার আহমেদ, ইনচার্জ এবিএম আবদুল্লাহ সকল শিক্ষক এবং মিশন পরিচালন কমিটির বিভিন্ন সদস্যরা।
COMMENTS