News Brief: লোকসভা নির্বাচন ২০২৪ Student Manifesto: স্টুডেন্ট ম্যানিফেস্টো প্রকাশ করে এসআইও ঘোষণা করল শিক্ষা, কর্মসংস্থান ও মানবাধিকারের ...
News Brief:
লোকসভা নির্বাচন ২০২৪
Student Manifesto:
স্টুডেন্ট ম্যানিফেস্টো প্রকাশ করে এসআইও ঘোষণা করল
শিক্ষা, কর্মসংস্থান ও মানবাধিকারের ভিত্তিতে হোক নির্বাচন
স্টুডেন্ট ইসলামীক অর্গানাইজেশন (এসআইও) অফ ইন্ডিয়া প্রকাশ করল স্টুডেন্ট ম্যানিফেস্টো। তাদের দাবী দেশের নির্বাচনের ইস্যু শিক্ষা, কর্মসংস্থান এবং মানবাধিকার প্রভৃতি নিয়ে হওয়া উচিত। স্টুডেন্ট ম্যানিফেস্টো মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সামনে বিভিন্ন দাবি তাদের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে।
প্রত্যয় অনলাইন ডেস্ক, ৩০ মার্চ:
কলকাতা প্রেস ক্লাবে লোকসভা নির্বাচন ২০২৪ উপলক্ষে স্টুডেন্টস ম্যানিফেস্টো প্রকাশ করল এসআইও পশ্চিমবঙ্গ শাখা। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে বেশ কিছুদিন আগেই। এর পরই পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশে নির্বাচনের কার্যকলাপ শুরু হয়েছে। এসআইও মনে করে যে ভারতবর্ষের বিশাল মানবসম্পদে পূর্ণ দেশ। প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদের সঠিক ব্যবহার হলে একটা উন্নততর দেশ হিসেবে বিশ্বকে পথ দেখাবে। সেজন্য এসআইও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে এবং আপমর দেশবাসীর কাছে বিভিন্ন দাবী বা আবেদন রাখা হয়েছে।
এসআইও’র ম্যানিফেস্টোতে শিক্ষাক্ষেত্রে সহজলভ্যতা এবং গুণগতমান, যুবকদের জন্য কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার এবং পরিবেশ সংরক্ষণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীরা যেসব সমস্যা বা উদ্বেগের সম্মুখীন হয় সেগুলির বাস্তব সমাধানের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের নীতির সুপারিশ করা হয়েছে এই ইস্তেহারে। এদিন এসআইও অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় সম্পাদক ইমরান হোসেন বলেন, 'এসআইও'র স্টুডেন্টস্ ম্যানিফেস্টো ছাত্রসমাজের সম্মিলিত দৃষ্টিভঙ্গি এবং দাবিগুলিকে একত্রিত করে যথাযথ গবেষণা এবং তৃণমূলস্তরে ব্যাপক পরামর্শের ভিত্তিতে তৈরি করা হয়েছে।' এসআইও পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সাঈদ মামুন বলেন, 'এসআইও বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এই দাবি পেশ করে যে, তারা যেন তাদের নীতি নির্ধারণের সময় ছাত্র সমাজের এই ম্যানিফেস্টকে অগ্রাধিকর প্রদান করে।' ছাত্রসমাজের কিছু গুরুত্বপূর্ণ দাবিসহ তিনি শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।
সংগঠনের দাবিসমূহ:
১) সকলের জন্য সুযোগ নিশ্চিত করার জন্য একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত সংরক্ষণ ব্যবস্থা করতে হবে।
২) আর্থ-সামাজিক পিছিয়ে পড়া জেলাগুলোর সুষম উন্নয়নের জন্য মনোনিবেশ করতে হবে।
৩) ক্যাম্পাসের প্রান্তিক শ্রেণির শিক্ষার্থীদের ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্যে রোহিত আইন প্রণয়ন করতে হবে।
৪) সংখ্যালঘু শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে সমান প্রবেশাধিকারের জন্য আর্থিকভাবে সহায়তা করার লক্ষ্যে মাওলানা আজাদ ন্যাশনাল ফেলোশীপ (MANF) পুনর্বহাল এবং সংখ্যালঘুদের জন্য বৃত্তি বাড়াতে হবে।
৫) সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য ও সহিংসতা থেকে মুক্ত সমাজের জন্য বৈষম্য বিরোধী আইন প্রণয়ন করতে হবে।
৬) প্রত্যেক ব্যক্তির গোপনীয়তা এবং ডেটা সংরক্ষণ করার বিষয়টি সুনিশ্চিতকরণ করা জন্যে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
৭) পরিবেশ সংরক্ষণ এবং টেকসই অনুশীলনের ১০০০ কোটি টাকার পরিবেশ ও টেকসই তহবিল গঠন করতে হবে।
৮) দেশ জুড়ে যুবকদের জন্য মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া এবং সামগ্রিক উন্নতি সাধন করার জন্যে উন্নয়ন কেন্দ্র গঠন করতে হবে।
৯) প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা সবার জন্য শিক্ষার সমঅধিকার এবং প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।
১০) যুবকদের জন্য কর্মসংস্থান গ্যারান্টি আইন প্রণয়ন করতে হবে।
১১) মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়সহ রাজ্য ঘোষিত সকল বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন দ্রুত সম্পন্ন করতে হবে।
১২ ) অবিলম্বে আলিয়া বিশ্ববিদ্যালয়ের Minority Status আইনগতভাবে সুনিশ্চিত করতে রাজ্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
১৩ ) জাতীয় ও রাজ্যের শিক্ষা নীতির পুনর্মূল্যায়ন করতে হবে।
COMMENTS