News Brief: Bangladesh Bangladesh Quota Movement বিপর্যস্ত বাংলাদেশ, কোটা সংস্কার আন্দোলনে নিহত ২৫, আহত সহস্রাধিক কমপ্লিট শার্টডানের ঘ...
News Brief: Bangladesh
Bangladesh Quota Movement
বিপর্যস্ত বাংলাদেশ, কোটা সংস্কার আন্দোলনে নিহত ২৫, আহত সহস্রাধিক
কমপ্লিট শার্টডানের ঘোষণা বাংলাদেশের আন্দোলনরত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ সরকারকে বার করতেই হবে।
![]() |
ছবি: সংগৃহীত |
প্রত্যয় অনলাইন ডেস্ক, ১৯ই জুলাই:
কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সংঘর্ষ এবং হামলায় বিবিসি সূত্রে শেষ খবর পাওয়া পর্যন্ত বিভিন্ন জেলায় প্রায় ২৫ নিহত হয়েছেন আহত সহস্রাধিক। ছাত্রদের পক্ষ থেকে 'কমপ্লিট শার্টডাউন'এর ঘোষণা দেওয়া হয়েছে। বিভিন্ন মাধ্যম থেকে জানানো হচ্ছে সরকারের গোটা দেশে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসছে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ জারি আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের শান্ত হওয়ার কথা বললেও আন্দোলন বন্ধের কোনো আভাস পাওয়া যাচ্ছে না। ছবি: সংগৃহীত
রাষ্ট্রসঙ্ঘ বলেছে, মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে এবং সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে। একইসঙ্গে বাংলাদেশে চলমান ঘটনাপ্রবাহ জাতিসংঘ পর্যবেক্ষণ করছে। ছবি: সংগৃহীত
এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, সংঘর্ষ ও হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চান। তিনি বলেন, বাংলাদেশে সরকারি চাকরিতে তথাকথিত কোটা পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ চলছে। সরকারের সহযোগী সংগঠন ছাত্রলীগ নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে। বিক্ষোভে হামলায় ছয় শিক্ষার্থী নিহত হয়েছেন। জাতিসংঘের মহাসচিব কি এই পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন? ছবি: সংগৃহীত
জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন- হ্যাঁ, আমরা বাংলাদেশে চলমান পরিস্থিতি সম্পর্কে খুব ভালো ভাবে অবগত আছি। আমরা ঘনিষ্ঠভাবে এবং উদ্বেগের সঙ্গে পরিস্থিতির ওপর নজর রাখছি।
তিনি আরও বলেন, আমি মনে করি- বাংলাদেশে হোক বা বিশ্বের অন্য কোথাও, মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রয়েছে এবং যে কোনো ধরনের হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই। বিশেষ করে যুবক বা শিশু বা প্রতিবন্ধী ব্যক্তিদের মতো যাদের যাদের অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন হতে পারে, যেন তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারে।
COMMENTS