শিক্ষা ও জীবন: আবু সামা, এক যুদ্ধ জয়ী নায়ক, হাজার ছাত্রের প্রেরণা রাকিবুল ইসলাম দিনাজপুরের প্রত্যন্ত গ্রামের এক সাধারণ কৃষকের সাত সন্তানের...
শিক্ষা ও জীবন:
আবু সামা, এক যুদ্ধ জয়ী নায়ক, হাজার ছাত্রের প্রেরণা
রাকিবুল ইসলাম
দিনাজপুরের প্রত্যন্ত গ্রামের এক সাধারণ কৃষকের সাত সন্তানের একজন আবু সামা। চার বোন ও তিন ভাইয়ের মধ্যে আবু সামা ভাইদের মধ্যে দ্বিতীয়। প্রত্যন্ত গ্রামে স্বপ্ন দেখানোর মতো তেমন কাউকে পাশে না পেলেও মোবাইল থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিজের মত স্বপ্ন সাজানোর চেষ্টা করে আজ সফলতার হাসিতে উজ্জ্বল হয়ে উঠেছে আবু সামার মুখ। বর্তমানে সকলের মনে একটা ধারণা তৈরী হয়েগেছে বেসরকারী প্রতিষ্ঠানে না পড়লে নজরকাড়া রেজাল্ট হয় না। পূর্বে লক্ষ্য করা গেছে পরিক্ষার ফল প্রকাশে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের একচ্ছত্র আধিপত্য। সেখানে ২০২৩ শের উচ্চ মাধ্যমিক এক ব্যতিক্রমী সাফল্য তুলে ধরল দিনাজপুরের দরিদ্র পরিবারের আবু সামা। একেবারে নিজের লক্ষ্য স্থির করে সময়কে ঠিকঠাক কাজে লাগিয়ে আবু সামা প্রমাণ করে দিল দারিদ্রতা কোন বাধা হতে পারে না! এ কথাও ঠিক নয় বেসরকারী প্রতিষ্ঠানে না পড়লে কোন র্যাঙ্ক হবেনা। আবু সামা যেটা পারল তা এই সময়ের নিরিখে সম্পূর্ণ ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে সমাজ তথা গোটা ছাত্রসমাজকে একটা দারুণ বার্তা দিল।
পরিবারের প্রধান আবু সামার বাবা বেশ কয়েক মাস শারীরিক অসুস্থতার কারণে পরিশ্রম করতে পারে না। পরিবারের অপারগতা দেখে টিউশনি পড়ার জন্য আবু সামাও কোন রকম চেষ্টা করেনি। নিজে থেকেই নিজেকে প্রস্তুত করে ইন্টারনেটের সাহায্য নিয়ে। যে চ্যালেঞ্জ সে নিতে পেরেছে অনেকেই তা পারে না। বারবার ছাত্র সমাজের ক্ষতির কারণ হিসাবে কাঠগড়ায় উঠেছে মোবাইল এবং ইন্টারনেট। আর সেই মোবাইল এবং ইন্টারনেটের সুযোগকে কাজে লাগিয়ে আবু সামা নিজের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করেছে। এক নিউজ পোর্টালকে দেওয়া ইন্টারভিউয়ে আবু সামা জানায় ক্লাস নাইন থেকে সে ভালো রেজাল্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। মাধ্যমিকেও র্যাঙ্কের লক্ষ্য ছিল। কিন্তু করোনার কারণে লক্ষ্যে পৌঁছানো অধরা থেকে যায়। তবে এবারের লক্ষ্য আরও জোরালো ছিল। কলা বিভাগে নিয়ে এভাবে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় এত বড়ো সাফল্য খুব কমই দেখা যায়।
আবু সামা বাংলায় ৯৮, ইংরাজিতে ৯৯, ইতিহাসে ১০০, ভূগোলে ৯৯, রাষ্ট্র বিজ্ঞানে ৯৮, দর্শনে ৯৯। তার লক্ষ্য কলকাতার কোন কলেজ থেকে ইংরেজি অথবা ইতিহাসে অনার্স কম্পলিট করা। তার মূল লক্ষ্য আইপিএস হওয়া। প্রত্যন্ত গ্রামের এক সংখ্যালঘু পরিবারের সন্তানের এমন স্বপ্ন সত্যিই পথ দেখাবে হাজার হাজার ছাত্রের। আবু সামা যেমন সাহস করে স্বপ্ন দেখেছে, কোন বাঁধাকে বাঁধা মনে করেনি। তার সাধ্যের মধ্যে যা কিছু সে পেয়েছে তাই নিয়ে যুদ্ধে নেমে যুদ্ধ জয়ী একজন নায়কে পরিণত হয়েছে। লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পরিকল্পনা তা সত্যিই একটা মজবুত পরিকল্পনা। পরিকল্পনা হোক মাটির উপর দাঁড়িয়ে, পরিকল্পনা হোক গঠনমূলক, অবশ্যই সাফল্য ধরা দেবে হাতের মুঠোয়। তার জ্বলন্ত উদাহরণ প্রত্যন্ত গ্রামের দৃঢ় প্রত্যয়ী আবু সামা।
সেই সব ছাত্রদের প্রেরণা আবু সামা। যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মা গ্রহণ করেনি।যাদের জীবনে অনেক বড়ো হওয়ার লক্ষ্য আছে, কিন্তু জীবনে প্রয়োজনীয় জিনিসের যোগান কম। আবু সামা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সাধ্যের মধ্যে থেকে নিজের সেরা পরিশ্রমটা যদি দেওয়া যায়, অবশ্যই সাফল্য আসবে। এমন পরিশ্রমী লক্ষ্যে স্থির আবু সামা ঘরে ঘরে তৈরি হোক। আমাদের চাওয়া এমনটাই।
![]() |
বিজ্ঞাপন |
![]() |
বিজ্ঞাপন |
![]() |
বিজ্ঞাপন |
COMMENTS