News Brief: শিক্ষা ও জীবিকা UGC NET Scam: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে পথে ছাত্র সংগঠন এসআইও-এর পশ্চিমবঙ্গ শাখা কেন্দ্র সরকার...
News Brief: শিক্ষা ও জীবিকা
UGC NET Scam:
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে পথে ছাত্র সংগঠন এসআইও-এর পশ্চিমবঙ্গ শাখা
কেন্দ্র সরকারের একের পর এক কেলেঙ্কারি প্রকাশ্যে আসছে। প্রথমে ডাক্তারী প্রবেশিকা পরীক্ষা (NEET) নাম্বার দুর্নীতি। পরে কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোতে পড়ানোর যোগ্যতা নির্ণয়ক অথবা গবেষণায় সুযোগ পাওয়া নির্ণায়ক পরীক্ষা নেওয়ার পরের দিন (UGC-NET) বাতিল। আবার PG-NEET পরীক্ষা বাতিল। সব মিলিয়ে কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থা চরম ব্যর্থতার মুখে। আর এই ব্যর্থতার কান্ডারী শিক্ষামন্ত্রী। তার পদত্যাগ চেয়ে রাস্তায় নেমেছে ছাত্র সংগঠন এসআইও।
প্রত্যয় অনলাইন ডেস্ক, ২৫শে জুন:
কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থা ব্যর্থতা বার বার জনসমক্ষে প্রকাশ হয়ে পড়ছে। আর এই দুর্নীতির বিরুদ্ধে আবারও পথে ছাত্র সংগঠনস্টুডেন্ট ইসলামীক অর্গানাইজেশন (এসআইও) অব ইন্ডিয়া। NEET (UG) দুর্নীতি, NET(UGC) পরিচালনার ব্যর্থতার মাঝে হঠাৎ পরীক্ষার একদিন আগে NEET (PG) স্থগিত করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। লজিস্টিক কারণ দেখিয়ে CSIR-NET ও স্থগিত করা হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোতে সীমাহীন দুর্নীতি, শেষ মুহূর্তে এসে স্থগিত বা বাতিল হয়ে যাওয়ায় ব্যাপক মানসিক চাপ, আর্থিক ক্ষতি, জীবনের গুরুত্বপূর্ণ সময় অপচয়সহ আরও নানান সমস্যার সম্মুখীন হচ্ছে পড়ুয়ারা। এসআইও সারা দেশজুড়ে NTA-এর ব্যর্থতার বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে ছাত্র সংগঠন এসআইও। যখন তখন প্রশ্ন পত্র ফাঁস, পরীক্ষার নামে নানান কেলেঙ্কারি এবং শেষ মুহূর্তে এসে পরীক্ষা বাতিল করা এসব কিছুর মাধ্যমে শিক্ষার্থীদের জীবনকে উপহাসে পরিণত করা হচ্ছে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং NTA বাতিলের দাবীতে এসআইও পশ্চিমবঙ্গ শাখা কলেজ স্কোয়ারে এদিন প্রতিবাদ কর্মসূচি পালন করে। এই কর্মসূচি থেকে এসআইও অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় সম্পাদক ইমরান হোসেন বলেন, "প্রশ্নপত্র ফাঁস থেকে পরীক্ষার শেষ মুহূর্তে বাতিল করে দেওয়ার ঘটনা শিক্ষার্থীদের জীবনকে উপহাসে পরিণত করেছে।" তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন যে, "পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে NTA কে সম্পূর্ণভাবে বাতিল করতে হবে এবং দুর্নীতির জাল ভাঙতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।" এসআইও পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সাইদ মামুন বলেন, "বর্তমান সরকার ভোট থেকে শুরু করে শিক্ষাব্যবস্থাকে কেন্দ্রীভূত করার জন্য উঠে পড়ে লেগেছে। আজকের NTA এর ব্যর্থতা শিক্ষাব্যবস্থাকে কেন্দ্রীকরণের ভুল সিদ্ধান্তের একটি স্পষ্ট উদাহরণ।" সাইদ মামুন ঘোষণা করেন যে, মানুষের মৌলিক অধিকার, শিক্ষাকে ধ্বংস করার চক্রান্তের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন চলবে। তিনি আপামর জনসাধারণকে কেন্দ্র সরকারের এই ব্যর্থতার বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানান।
COMMENTS