News Brief: আন্তর্জাতিক Israel-Palestine conflict গাজায় আল জাজিরার পাঁচ সাংবাদিককে জবরদখলকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যার নিন্দা ইস...
News Brief: আন্তর্জাতিক
Israel-Palestine conflict
গাজায় আল জাজিরার পাঁচ সাংবাদিককে জবরদখলকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যার নিন্দা
ইসরায়েলি বাহিনীর ‘পরিকল্পিত টার্গেট হামলায়’ প্রাণ হারালেন আল জাজিরার খ্যাতনামা সাংবাদিক আনাস আল শরীফসহ পাঁচজন; আন্তর্জাতিক মহলের প্রতি যুদ্ধাপরাধ বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান।
আনছার-আল শরিফ

প্রত্যয় অনলাইন ডেস্ক, ১১ আগষ্ট:
গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের পাঁচজন সাহসী সাংবাদিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন খ্যাতিমান প্রতিবেদক আনাস আল শরীফ, মোহাম্মদ কুরাইকা, ফটোগ্রাফার ইব্রাহিম আল জাহের ও মোহাম্মদ নুফাল। আল জাজিরা এক বিবৃতিতে এ ঘটনাকে ‘পরিকল্পিত হত্যা’ ও ‘প্রেস স্বাধীনতার ওপর সুস্পষ্ট আঘাত’ বলে আখ্যায়িত করেছে।
সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে যে গাজা শহরের আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের বিপরীতে একটি তাঁবুতে অবস্থানরত সাংবাদিকদের লক্ষ্য করে সরাসরি হামলা চালানো হয়। ওই হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান আনাস আল শরীফ ও তাঁর সহকর্মীরা।
বিবৃতিতে আল জাজিরা জানায়, এটি গাজার ওপর চলমান ইসরায়েলি হামলার ভয়াবহ পরিণতির অংশ, যেখানে নির্বিচারে বেসামরিক মানুষ হত্যা, জোরপূর্বক অনাহার এবং পুরো সম্প্রদায় নিশ্চিহ্ন করার ঘটনা অব্যাহত রয়েছে। আনাস আল শরীফ—যিনি গাজার সবচেয়ে সাহসী সাংবাদিকদের একজন হিসেবে পরিচিত—তাঁর সহকর্মীদের সঙ্গে মিলে গত ২২ মাস ধরে যুদ্ধবিধ্বস্ত এলাকার বাস্তব চিত্র বিশ্বের সামনে তুলে ধরেছিলেন।
আল জাজিরা অভিযোগ করেছে, ইসরায়েলি সরকারি কর্মকর্তা ও মুখপাত্ররা বারবার আনাস আল শরীফ ও তাঁর সহকর্মীদের হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছিলেন। নিহতরা আন্তর্জাতিক সংবাদমাধ্যম গাজায় প্রবেশে বাধাপ্রাপ্ত হলেও অবরুদ্ধ অঞ্চলে থেকেই ক্ষুধা ও দুঃখ-কষ্টের মধ্য দিয়ে সেখানকার পরিস্থিতি সরাসরি প্রচার করছিলেন।
সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট সব সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে, চলমান গণহত্যা বন্ধে এবং সাংবাদিকদের ওপর ইচ্ছাকৃত হামলা প্রতিরোধে জরুরি পদক্ষেপ নিতে হবে। তারা সতর্ক করেছে, অপরাধীদের প্রতি অব্যাহতি দেওয়া এবং জবাবদিহিতার অভাব ইসরায়েলকে আরও বেশি দমন-নিপীড়নে উৎসাহিত করছে।
COMMENTS