বিশেষ প্রতিবেদন: নতুন ৭ জেলা প্রশাসনিক সুবিধার জন্যে রাজ্যে নতুন আরও সাত জেলার ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব...
বিশেষ প্রতিবেদন: নতুন ৭ জেলা
প্রশাসনিক সুবিধার জন্যে রাজ্যে নতুন আরও সাত জেলার ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আগামী ছ’মাসের মধ্যেই জেলার সংখ্যা ২৩ থেকে বেড়ে হবে ৩০।
বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা ২৩, সেগুলো হল আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া।
নতুন জেলা গুলো হল
মুখ্যমন্ত্রী নতুন জেলাগুলির সম্ভাব্য নামও সোমবার ঘোষণা করেছেন মু্খ্যমন্ত্রী। আর সেখানেই উঠেছে বির্তক। অন্যান্য জেলা গুলো (১) তাঁর ঘোষণার প্রথমেই ছিল সুন্দরবন। দক্ষিণ ২৪ পরগনা ভেঙে তৈরি হবে নতুন এই জেলা। (২) উত্তর ২৪ পরগনা ভেঙে হচ্ছে ইছামতী। মূলত বনগাঁ মহকুমাকে নিয়েই এই নতুন জেলা। (৩) তৃতীয় নতুন জেলা হবে বসিরহাট মহকুমা নিয়ে (নাম পরে ঘোষণা করা হবে)। (৪) নদিয়া ভেঙে হচ্ছে নতুন রানাঘাট জেলা। (৫) বাঁকুড়া ভেঙে তৈরি হচ্ছে এই বিষ্ণুপুর জেলা। (৬) মুর্শিদাবাদ ভেঙে তৈরি হবে কান্দি। (৭) মুর্শিদাবাদের সদর বহরমপুর ভেঙে হচ্ছে নতুন জেলা, বহরমপুর।
প্রশাসনিক সুবিধার জন্য জেলা ভেঙে নতুন জেলা তৈরী বিষয়ে সব মহলে ভালো উদ্যোগ হিসেবে দেখলেও নামকরণ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। বিশেষত অষ্টাদশ শতাব্দীর সময় মুর্শিদাবাদ একটি সমৃদ্ধ শহর ছিল। সত্তর বছর ধরে এটি মুঘল সাম্রাজ্যের বঙ্গ সুবাহের রাজধানী ছিল, আধুনিক-আধুনিক বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যার রাজ্যগুলির আওতাধীন এই অঞ্চলটি ছিল। এটি ছিল বাংলার বংশগত নবাব এবং রাজ্যের কোষাগার, রাজস্ব অফিস এবং বিচার বিভাগের আসন। বাংলা ছিল সবচেয়ে ধনী মুঘল প্রদেশ। মুর্শিদাবাদ ছিল একটি বৈশ্বিক শহর। (বাংলা উইকিপিডিয়া)
ঐতিহাসিক 'মুর্শিদাবাদ' নামটি সম্পূর্ণ অবলুপ্তি ঘটানোর চেষ্টা অনেকেই মেনে নিতে পারছেন না। সরকারের বিরুদ্ধে নেটিজেনদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করছে। প্রত্যেকেরই দাবী মুর্শিদাবাদ নাম অপরিবর্তিত রেখে 'উত্তর' 'পশ্চিম' বা 'পূর্ব' শব্দ যুক্ত করে রাজ্যটির নামকরণ হোক।
মুর্শিদাবাদ নাম পরিবর্তন চলবে না।
উত্তরমুছুন