News Brief; শিক্ষা প্রত্যয় নিউজ ডেস্ক: কোলকাতা, ১১ই সেপ্টেম্বর: অল ইন্ডিয়া আইডিয়াল টিচার এসোসিয়েশনের উদ্যোগে (আইটা) সম্পন্ন হল আইডিয়...
News Brief; শিক্ষা
প্রত্যয় নিউজ ডেস্ক:
কোলকাতা, ১১ই সেপ্টেম্বর:
অল ইন্ডিয়া আইডিয়াল টিচার এসোসিয়েশনের উদ্যোগে (আইটা) সম্পন্ন হল আইডিয়াল ট্যালেন্ট সার্চ (আইটিএস) ২০২২। এবছর রাজ্যের সাতটি জেলায় তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ৯০০০ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। উত্তর ২৪ পরগনা, মালদাহ, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হাওড়া, পূর্ব মেদিনীপুর জেলাগুলোতে আইটিএস-২০২২ সম্পন্ন হয়। সবচেয়ে বেশী ৫০০০ জন পরীক্ষার্থী মালদাহ জেলা থেকে এই পরীক্ষায় অংশগ্রহণ করে।আইটার পক্ষ থেকে জানানো হয় ২০১৩ সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে ছাত্রছাত্রীদের মেধা অন্বেষণ পরীক্ষা আয়োজন করে আসছেআইটা। গত ২০২০ এবং ২০২১ সালে কোভিড পরিস্থিতি থাকার কারণে পরীক্ষা নিতে পারেনি। এবার তাদের প্রস্তুরি অনেক দেরিতে শুরু হলেও আইটিএস নিয়ে অভিভাবকদের মধ্যে একটা অন্যরকম জনপ্রিয়তা থাকায় ছাত্রছাত্রী পেতে অসুবিধা হয়নি। আইটার রাজ্য সভাপতি মাহবুল হক বলেন, শিক্ষার্থীদের মাঝে পড়াশুনার প্রতি আগ্রহ সৃষ্টি করা ও আগামী দিনে জ্ঞান-বিজ্ঞান, গবেষণা, সমসাময়িক সমস্যার উপযুক্ত-কার্যকরী সমাধান খুঁজে বের করার মতো মহৎ লক্ষ্য নির্ধারন করে এগিয়ে যেতে উৎসাহিত করতে এছাড়াও কোনো প্রকৃত মেধাবী শিক্ষার্থী যেন কোনো প্রতিবন্ধকতার কারনে হারিয়ে না যায় তা নিশ্চিত করার জন্য আজকের আইটিএস পরীক্ষার আয়োজন। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যতের কামনা রইল। আইটিএস পরীক্ষার রাজ্যের যুগ্ম কনভেনার রাকিবুল ইসলাম বলেন, ছাত্র-ছাত্রীদের পাঠ্য বইয়ের প্রতি বেশী মনোযোগী হওয়ার জন্য আইটিএস পরীক্ষার আয়োজন করা হয়। মূলতঃ এই পরীক্ষার ৮০ভাগ প্রশ্নই বই থেকে করা হয়। এই পরীক্ষায় রাজ্য স্তরের প্রত্যেক ক্লাসের প্রথম তিনজন সর্বোচ্চ নাম্বার প্রাপককে পুরস্কার এবং শংসাপত্র দেওয়া হবে। তাছাড়া রাজ্য স্তরে টপার দের বাদ দিয়ে বাকিদের প্রত্যেক জেলায় প্রথম তিনজন টপারকে পুরষ্কার ও শংসাপত্র দেওয়া হয়। এরপর এই জেলা টপারদের বাদ দিয়ে প্রত্যেক সেন্টারের টপারদেরও পুরস্কার এবং শংসাপত্র দেওয়া হয়। তাছাড়া ষাট শতাংশের উপরে নাম্বার থাকলে তাদের সকলকে শংসাপত্র দেওয়া হয় বলে জানিয়েছেন আইটার রাজ্য সভাপতি।
মহৎ উদ্যোগ। আশা করব AIITA ভবিষ্যতেও এরকম কাজ আরো বেশি বেশি করে করবে।
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ প্রত্যয় পত্রিকাকে।
উত্তরমুছুন