মতামত: কমঃ সেলিম সাহেব, আপনাকে বলছি----- [সিপিএমের রাজ্য সম্পাদক কমঃ সেলিম সাম্প্রতিক কালে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের সঙ্গে '...
মতামত:
কমঃ সেলিম সাহেব, আপনাকে বলছি-----
[সিপিএমের রাজ্য সম্পাদক কমঃ সেলিম সাম্প্রতিক কালে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের সঙ্গে 'জমিয়ত' এবং 'জামাত' এই শব্দ দুটি ব্যবহার করে ভারতের দুটি বৃহত্তম মুসলিম সংগঠনকে তুলনা করেছে। তার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মুসলিম সমাজের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। তার এই অভিমতের বিরুদ্ধে অনেকেই ক্ষোভ উগরে দিয়েছে সামাজ মাধ্যমে। বিশিষ্ট লেখক এবং বক্তা শিক্ষক আব্দুল আজীজ মোল্যা সমাজ মাধ্যমে কমঃ মহঃ সেলিমের উদ্দেশ্যে লেখাটি পোস্ট করেছেন।]
সিপিআইএমের অস্তিত্ব সংকট কালে কাউকে না পেয়ে আপনাকে রাজ্যের সাধারণ সম্পাদক করে কূটনীতিকরা যা বাস্তবায়িত করতে চেয়েছিল আপনি তা নিষ্ঠার সঙ্গে পালন করছেন। কারণ আপনি খাঁটি কমিউনিস্ট! কিন্তু তাই বলে গান্ধীজীর হত্যাকারীদের সঙ্গে মুসলিম সংগঠনগুলিকে এক আসনে বসিয়ে তুলনা করার ধৃষ্টতা মেনে নেওয়া যায় না। আপনি কি সাম্প্রদায়িকতা, ফ্যাসিবাদ, উগ্র জাতীয়তাবাদ, আঞ্চলিকতাবাদীদের কর্মকান্ডের খবর জেনেও না জানার ভান করেন। অথচ একান্ত অরাজনৈতিক ধর্মভিত্তিক মুসলিম দলগুলিকে টার্গেট করে কাদের অ্যাজেন্ডা বাস্তবায়িত করছেন ? নাকি "ধর্ম শুধুই আফিম" এই মিথ্যা প্রবচনে এখনও বিশ্বাসী ! আপনারাতো চেয়েছিলেন বাঙালী জাতি কে কমিউনিস্ট বানাতে! চৌত্রিশ বছরে সেটা যখন ব্যর্থ হলো তখন আপনারা কিছুদিন চুপচাপ থেকে নতুন স্লোগান দিলেন আগে রাম পরে বাম! কিন্তু তাতেও যখন কাজ হচ্ছে না তাই নতুন পথ বেছে নিলেন। কিভাবে মুসলিম দলগুলিকে কালিমালিপ্ত করা যায়! "জমিয়ত" ও "জামাত" এই শব্দ বন্ধনীতে আপনাদের খুবই কষ্ট! কারণ এগুলি আরবী শব্দ। অথচ "শহীদ" শব্দটি আরবী হলেও আপত্তি নেই।
![]() |
ফেসবুকের সেই বিতর্কিত পোস্ট |
জমিয়তে উলামায়ে হিন্দ , জামাআতে ইসলামী হিন্দ, জমিয়তে আহলে হাদীস, আহলে সুন্নাত ওয়াল জামাআত, তাবলীগী জামাআত, জমিয়তে উলামায়ে বাংলা (ফুরফুরা মতাদর্শ) ইত্যাদি ইসলাম ভিত্তিক দলগুলোকে আপনারা সহ্য করতে পারেন না। কারণে অকারণে সংঘ পরিবার তথা আরএসএস-বিজেপির সঙ্গে তুলনা করেন আপনারা। এমন আচরণ স্বেচ্ছায় করেন, নাকি উপরের চাপে করেন তা জানি না।তবে এমন মন্তব্য ক্ষমার অযোগ্য অপরাধ।আর জানি এ আচরণ আপনি ও আপনার দল করতেই থাকবে। সেজন্য কতকগুলো প্রশ্ন আপনার ও আপনার দলের কাছে করছি। জবাব দেবেন আশা করি। জমিয়তে উলামা, জামাআতে ইসলামী,আহলে হাদীস, তাবলীগী জামাত প্রভৃতি মুসলিম দলগুলি স্বাধীনতা উত্তর ৭৫ বছরে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা করেছে কি? কোনো ধর্মের প্রতি, ভাষার প্রতি, জাতির প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়িয়েছে এমন কোনো নজির আপনি জানেন? দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশের ব্যাঙ্কে পাঠিয়েছে বা দেশের মধ্যে বড়ো কোনো কেলেঙ্কারির নায়ক হয়ে উঠেছে এমন প্রমাণ আপনার কাছে আছে? জামাআতে ইসলামী হিন্দ কে দুই দুই বার অর্ডিনান্স করে বাতিল করতে চাইলেও কোর্টের রায়ে তাদের অসৎ উদ্দেশ্য বানচাল হয়ে যায়। করোনা প্রিয়ডে তবলীগী জামাতকে কলঙ্কিত করতে চাইলেও তা ব্যর্থ হয়েছে। এই মুসলিম দলগুলি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সোস্যাল ওয়ার্ক করছে। জামাআতে ইসলামী হিন্দ ও সর্ব ধর্মের মধ্যে সংলাপ, সম্প্রীতি-সংহতি রক্ষা, নিপীড়িত জনগোষ্ঠির সাহায্য, বন্যা-ভূমিকম্পে সাহায্য, দরিদ্র শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়া, ফ্রী মেডিকেল সার্ভিস, কোভিড প্রিয়ডে অক্সিজেন সরবরাহ, আমফান রিলিফ, সম্প্রীতি স্টল, শীত বস্ত্র বিতরণ ইত্যাদি কাজ আনজাম দিয়ে চলেছে। সুতরাং এরপরেও কমঃ সেলিম বাবু কেন বার বার বামফ্রন্টের সমাধি রচনাকারী বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় কথা বলছেন ভাবতে অবাক লাগে!∆
Khub sundar likhachen
উত্তরমুছুন