News Brief: কোলকাতা সাম্প্রদায়িক হিংসা বন্ধের দাবিতে কোলকাতায় সোচ্চার বুদ্ধিজীবীরা প্রত্যয় অনলাইন ডেস্ক, ৫ই এপ্রিল: বুধবার বিশিষ্ট সংগী...
News Brief: কোলকাতা
সাম্প্রদায়িক হিংসা বন্ধের দাবিতে কোলকাতায় সোচ্চার বুদ্ধিজীবীরা
প্রত্যয় অনলাইন ডেস্ক, ৫ই এপ্রিল:
বুধবার বিশিষ্ট সংগীতজ্ঞ কবীর সুমনের আহ্বানে কলকাতার সংস্কৃতির প্রাণকেন্দ্র রবীন্দ্র সদনে একটি বুদ্ধিজীবীদের সমাবেশ থেকে রাজ্যে চলমান সাম্প্রদায়িক হিংসা বন্ধের বিরুদ্ধে জোরালো দাবী জানানো হয়। প্রসঙ্গত, হাওড়া ও হুগলির বেশ কিছু এলাকায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যে অশান্তির সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে জনমত তৈরি করতে বুদ্ধিজীবী ও সাধারণ মানুষকে আহ্বান জানান শিল্পী কবীর সুমন। তাঁর আহ্বানে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরাও রবীন্দ্রসদন চত্ত্বরে কবীর সুমনের সঙ্গে একত্রিত হন। সেই সমাবেশ থেকেই সাধারণ মানুষকে ময়দানে নামার আহ্বান জানানো হয় এবং কুচক্রী মহলের সমস্ত রকম হিংসা রুখে দেওয়ার মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। পাশাপাশি রাজ্য প্রশাসনের কাছে এই বিষয়ে নিরেপক্ষ তদন্ত ও দোষীদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন সকলেই।
প্রাক্তন সাংসদ ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী কবীর সুমন চলমান নানান সমস্যার কথা তুলে আনেন এবং সমাজকে এইসব ব্যাধি থেকে মুক্ত করতে সবাইকে একজোট হয়ে ময়দানে নামার আহ্বান জানান। তিনি বলেন, আর অপেক্ষা নয়, আমাদের সবাইকে এক হতে হবে। যারা দাঙ্গাবাজ তাদের বিরুদ্ধে লড়াইকে আরও জোরদার করতে হবে। কবীর সুমন বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘দেশদ্রোহী বিজেপি, ভারত বিরোধী বিজেপি, বিজেপি সংবিধান বিরোধী’। কলকাতায় মুসলিমদের বাড়ি ভাড়া দেওয়া হয় না কেন, সুশীল সমাজের কাছে সেই প্রশ্নও তোলেন তিনি।
প্রসূণ ভৌমিক সরাসরি অভিযোগ করেন, হাওড়ার শিবপুর ও হুগলির রি¡ড়ার ঘটনায় বাইরে থেকে লোক আনা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমাদের আরও সচেতন থাকতে হবে, যাতে আগামীতে এমন ঘটনা না ঘটে।’ একইভাবে দাঙ্গা-পীড়িত এলাকার অভিজ্ঞতা ভাগ করে নেন শাদাব মাসুম। তিনি বলেন, আমরা মানুষের সঙ্গে কথা বলেছি, হিন্দু-মুসলিম সবাই বলছেন কীভাবে কি ঘটল বুঝতে পারছি না। হামলাকারীদের আমরা কেউ চিনি না। এছাড়া উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক, প্রাক্তন সাংসদ কবীর সুমন, ভানু সরকার, কৃতিমান ঘোষ, অধ্যাপক দীপঙ্কর দে, ফাদার সঞ্জীব, কল্যাণ সেনগুপ্ত, বর্ণালী মুখার্জী, অরূপ শঙ্কর মিত্র, সেখ তাহেরউদ্দিন প্রমুখ।
বুদ্ধিজীবী সচেতন সুশীল সমাজের প্রতিবাদের ভাষা উচ্চকিত হোক।
উত্তরমুছুন