News Brief: Jamaat-e-Islami Hind: জামাআতে ইসলামী হিন্দের 'নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি' প্রচারাভিযানের ওরিয়েন্টেশন ক্যাম্প অনুষ্ঠি...
News Brief:
Jamaat-e-Islami Hind:
জামাআতে ইসলামী হিন্দের
'নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি' প্রচারাভিযানের ওরিয়েন্টেশন ক্যাম্প অনুষ্ঠিত হল উত্তর ২৪ পরগনার আমডাঙ্গায়
সারা দেশ ব্যাপী জামাআতে ইসলামী হিন্দ 'নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি' শিরোনামে প্রচারাভিযান চালাবে পুরো সেপ্টেম্বর মাস ধরে। সেই প্রচারাভিযান পরিচালনা করার জন্য কর্মীদের প্রশিক্ষণের আয়োজন করছে প্রত্যেক জেলা। উত্তর ২৪ পরগনা জেলায় এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন নারীপুরুষ মিলিয়ে প্রায় ১২০ জন।
প্রত্যয় নিউজ ডেস্ক:
বল্গাহীন স্বাধীনতা নয়, 'নৈতিকতাই হোক স্বাধীনতার ভিত্তি' বিষয়ে জামাআতে ইসলামী হিন্দ সারা দেশ ব্যাপী গোটা সেপ্টেম্বর মাস ধরে একটা প্রচারাভিযান হাতে নিয়েছে। এই অভিযানকে সামনে রেখে তাদের কর্মীদের মাঠে নামানোর প্রস্তুতি জোর কদমে চলছে। এরই অঙ্গ হিসেবে উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙ্গার কাদপুর বাজারে ক্ষণিকা অনুষ্ঠান গৃহ। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হলেও কর্মীদের ওরিয়েন্টেশন ক্যাম্পে উপস্থিতিতে কোন ঘাটতি ছিল না। গোটা উত্তর ২৪ পরগনা ষোলো ব্লক থেকে প্রায় ১২০ জন বাছাইকৃতদের নিয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন ক্যাম্প শুরু হয় উত্তর ২৪ পরগনা জেলার জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম সাহেবর পবিত্র কোরআনের আলোকে ক্যাম্পেইনের প্রয়োজনীয়তা বিষয় সামনে রেখে আলোচনার মাধ্যমে। প্রারম্ভিক আলোচনার এই জেলার সহসভাপতি মাওলানা আব্দুল আজীজ মোল্যা ক্যাম্পেইনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। স্বাধীনতা বলতে যে যেমন খুশি চলবে এমনটা নয়। সব কিছু একটা সীমারেখা আছে। বিভিন্ন বিষয়ে নারীপুরুষ উভয় বক্তাগণ তাদের আলোচনা তুলে ধরেন। আলোচ্য বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল, 'ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকার', 'বিবাহ বহির্ভূত সম্পর্কের (পরকীয়া, সমকামীতা) কুফল ও ইসলামী দৃষ্টিকোণ', 'ইসলামে পর্দার বিধান', ইসলামে নারী স্বাধীনতা', 'মাদকাসক্ত ও তরুণ সমাজ', 'নৈতিকতার গুরুত্ব', স্বাধীনতার ইসলামী ধারণা ও সমকালীন চিন্তাধারা' প্রভৃতি।
এই ওরিয়েন্টেশন ক্যাম্পে সংগঠনের রাজ্য প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জুলফিকার আলী মোল্যা এবং সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যা মঞ্জুরা খাতুন।
COMMENTS