News Brief: এই রাজ্য Morality is Freedom Campaign ৭৮ বছর দেশ স্বাধীন হলেও নারীদের নিরাপত্তা দিতে ব্যার্থ কেন দেশ?' কোলকাতা প্রেস ...
News Brief: এই রাজ্য
Morality is Freedom Campaign
৭৮ বছর দেশ স্বাধীন হলেও নারীদের নিরাপত্তা দিতে ব্যার্থ কেন দেশ?' কোলকাতা প্রেস ক্লাবে প্রশ্ন তুললেন জামাআতে ইসলামী হিন্দের মহিলা শাখা
১লা সেপ্টেম্বর থেকে জামাআতে ইসলামী হিন্দের মহিলা শাখার উদ্যোগে 'নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি' প্রচারাভিযান হাতে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ জোনের মহিলা শাখার পক্ষ কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই প্রচারাভিযানের গুরুত্ব তুলে ধরেন রাজ্যের মহিলা শাখা।
প্রত্যয় অনলাইন ডেস্ক:
কলকাতা প্রেস ক্লাবে জামাআতে ইসলামী হিন্দের মহিলা শাখার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জাহয় ১লা সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বর 'নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি' এই শিরোনামে গোটা দেশজুড়ে এক অভিনব প্রচারাভিযান চালাবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের কেন্দ্রীয় সেক্রেটারি রহমাতুন্নেসা বলেন, আমাদের দেশ ৭৮ বছর স্বাধীন হয়েছে। কিন্তু ব্যক্তি স্বাধীনতা ও অধিকার এতটা খারাপ জায়গায় চলে গেছে যে, প্রতি ১৬ মিনিটে একজন ধর্ষণ হয়। তিনি অতি সাম্প্রতিক কালের আর.জি. কর হাসপাতালের জুনিয়র মহিলা ডাক্তারকে নৃশংস ভাবে ধর্ষণের পর খুন করা হয়। সে প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, গত দু-সপ্তাহে বিভিন্ন রাজ্যে বেশ কতগুলো ধর্ষণ, যৌন নির্যাতন এবং ধর্ষণ করে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র রিপোর্ট বলছে, প্রতিদিন এ দেশে গড়ে ৯০ জনেরও বেশি ধর্ষিতা হন। আইন করে এসব প্রতিরোধ করা সম্ভব নয়। ১২ বছর আগে দিল্লিতে নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে দেশ উত্তাল হয়েছিল। কিন্তু তার একযুগ পর আজও দেশে ধর্ষণ কমেনি; বরং বেড়েই চলেছে। এসব বন্ধ করতে হলে মূল কারণগুলো চিহ্নিত করে সেগুলোকে বন্ধ করতে হবে। এসবের অন্যতম কারণ হিসেবে সবার আগে মদ, ড্রাগস, পর্নোগ্রাফি নিষিদ্ধ করতে হবে বলে তিনি জানান। এছাড়াও অবাধ যৌনতা, পরকীয়া, সমকামিতা, বহুগামিতা, বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে সাব্যস্ত করতে হবে।
জামাআতের রাজ্য সভাপতি ডা. মসিহুর রহমান বলেন, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। আর নৈতিকতা তার গৌরবময় সম্পদ। নৈতিকতা বিবর্জিত স্বাধীনতা মানব সমাজকে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে না। স্বাধীনতা মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের সঙ্গে সম্পৃক্ত ঠিকই; কিন্তু অবাধ স্বাধীনতা এইসব ক্ষেত্রগুলিতে বিপর্যয় ডেকে এনেছে। মানবাধিকারের ঘোষণাপত্রে 'স্বাধীনতা'র যে সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে, তা অন্যের জন্য ক্ষতিকর না হয়, সেদিকে দৃষ্টি দেওয়া হয়েছে। পশ্চিমা সভ্যতা বস্তুবাদকে উৎসাহিত করেছে। নীতি-নৈতিকতাকে লঘু করে ছেড়েছে। অনৈতিকতার অন্ধ অনুসরণ স্বাধীনতার প্রকৃত ধারণাকে কালিমালিপ্ত করেছে। তাই মানুষের বিবেককে জাগ্রত করতে হবে এবং মানুষের চেতনা ও নৈতিক জাগরণ ঘটাতে এই ধরনের সময়োচিত ক্যাম্পেইন কর্মসূচি নিয়েছে জামাআতে ইসলামী হিন্দ।
তিনি আরও বলেন, বর্তমান পুঁজিবাদী সভ্যতা উদারনৈতিকতা, অবাধ স্বাধীনতা ও মুক্তমনার নামে মনুষ্য সমাজকে বিভ্রান্তিতে ফেলছে। যার কু-প্রভাব পড়ছে শালীনতা, নৈতিক মূল্যবোধ, পারিবারিক ব্যবস্থাপনা ও দাম্পত্য জীবনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে। পরিবার নারীদের জন্য সুরক্ষিত দুর্গের ন্যায়। বিবাহের মাধ্যমে এই পবিত্র বন্ধন রচিত হয়। কিন্তু নৈতিকতা ও মূল্যবোধের অভাবে বল্গাহীন স্বাধীনতার বদৌলতে এখন বিবাহ বহির্ভূত অবাধ যৌনতার প্রতি ঝোঁক বাড়ছে। যা নৈতিকতার সংকট, মূল্যবোধের চরম অবক্ষয় এবং সর্বোপরি মানব সভ্যতাকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। তাঁর কথায়, এসব অভিশাপ থেকে বাঁচার একমাত্র পথ হল সৃষ্টিকর্তার তরফে দেওয়া ঐশী পথনির্দেশনার আলোকে নৈতিকতা ও মূল্যবোধের ভিত্তিতে পরিবার ও সমাজ গড়তে হবে। এই ক্যাম্পেইনে সমাজের সব স্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
শনিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামাআতের রাজ্য সেক্রেটারী মশিউর রহমান, রাজ্য মহিলা বিভাগের সেক্রেটারী মঞ্জুরা খাতুন, বিভাগীয় রাজ্য সেক্রেটারী শাদাব মাসুম, মিডিয়া সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, ড: সাবা তাজ প্রমুখ।
উল্লেখ্য, আগামীকাল রবিবার ১ সেপ্টেম্বর কলকাতার ভাষা পরিষদে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক সূচনা হবে।
COMMENTS