News Brief: আন্তর্জাতিক GAZA ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি, তবুও গাজায় গণহত্যা অব্যাহত, হত ৫১ ইরান-ইজরায়েলের ১২ দিনের যুদ্ধ আমেরিকার হস্তক্ষেপ...
News Brief: আন্তর্জাতিক
GAZA
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি, তবুও গাজায় গণহত্যা অব্যাহত, হত ৫১
ইরান-ইজরায়েলের ১২ দিনের যুদ্ধ আমেরিকার হস্তক্ষেপে বন্ধ হলেও বন্ধ হয়নি ইজরায়েলের সেনাদের হাতে ফিলিস্তিনি নাগরিক। আজ ইজরাইলি সেনারা হত্যা করল ৫১ ফিলিস্তিনি নাগরিককে। এ বিষয়ে সবাই নিঃশ্চুপ।আলজাজিরার খবর অনুযায়ী গাজার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি সেনাদের হাতে নিহত আরও ৫১, মানবিক সংকট চরমে।
প্রত্যয় অনলাইন ডেস্ক, ২৫শে জুন:
মধ্যপ্রাচ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে থাকা ইরান ও ইসরায়েল সম্প্রতি একটি যুদ্ধবিরতিতে পৌঁছালেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা ও গণহত্যা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির ঠিক পরদিন, গাজার দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে চালানো হামলায় কমপক্ষে ৫১ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে শিশু, নারী ও বৃদ্ধ—যারা ত্রাণ সংগ্রহ করতে এসেছিলেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার আল-আওদা হাসপাতালের আশপাশে চালানো গুলিতে ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৪৬ জন। একই দিনে খান ইউনুস ও নুসাইরাত এলাকায় খাদ্য সহায়তা কেন্দ্রে হামলার ঘটনায় আরও ১০ জন নিহত হন।
স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি পরিষেবা কার্যত বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ, পানি ও ওষুধের অভাবে অধিকাংশ চিকিৎসাকেন্দ্র অচল হয়ে পড়েছে। সদ্যোজাত শিশুদের জন্য প্রয়োজনীয় ইনকিউবেটর, ফর্মুলা ও অক্সিজেন না থাকায় প্রতিদিন মৃত্যুবরণ করছে অসংখ্য শিশু। বর্তমানে গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে মাত্র ছয়টি আংশিকভাবে কার্যকর রয়েছে।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৬ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১ লাখ ৩০ হাজার আহত হয়েছেন। এদের অধিকাংশই নারী ও শিশু।
যুদ্ধবিরতির মধ্যেও চলমান এ গণহত্যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রেডক্রসসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা একে ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে আখ্যা দিয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়েরের দাবি জানিয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগ থাকলেও গাজায় ইসরায়েলের অভিযান বন্ধে কার্যকর কোনো চাপ প্রয়োগ করা হয়নি। এর ফলে গাজাবাসী এখনো অবরুদ্ধ অবস্থায় প্রতিদিন লাশের সারিতে পরিণত হচ্ছে।
গাজা এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা এবং কার্যকর পদক্ষেপের অভাব আগামী দিনে আরও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো।
তথ্য এবং ছবি আল জাজিরা থেকে নেওয়া হয়েছে।
COMMENTS