News Brief: আন্তর্জাতিক মালেতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট মুইজ্জু প্রত্যয় অনলাইন ডেস্ক, ২৫ জুলাই: মালদ্বীপের রাজধা...
News Brief: আন্তর্জাতিক
মালেতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট মুইজ্জু
প্রত্যয় অনলাইন ডেস্ক, ২৫ জুলাই:
মালদ্বীপের রাজধানী মালেতে ২০২৫ সালের জুলাই মাসের এক মনোরম সন্ধ্যায় এক অনন্য পরিবেশবান্ধব কর্মসূচির সাক্ষী থাকল দুই দেশের জনগণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু যৌথভাবে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এই উদ্যোগের মাধ্যমে তাঁরা 'এক পেড় মা কে নাম'—অর্থাৎ ‘মায়ের নামে একটি গাছ’ নামক পরিবেশ সংরক্ষণ কর্মসূচিকে আরও জোরদার করলেন।
পরিবেশ রক্ষায় দুই দেশের প্রতিশ্রুতি
উভয় নেতা তাঁদের বক্তব্যে স্পষ্টভাবে তুলে ধরেন যে, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের বিরুদ্ধে ভারত ও মালদ্বীপ সমানভাবে সচেতন এবং প্রতিশ্রুতিবদ্ধ। এই দুই প্রতিবেশী দেশ এমন এক সময়ে পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছে, যখন গোটা পৃথিবী বৈশ্বিক উষ্ণায়ন, সমুদ্রস্তর বৃদ্ধি, ও চরম আবহাওয়ার প্রকোপে জর্জরিত।
‘এক পেড় মা কে নাম’—এক মানবিক ছোঁয়া
ভারতের 'এক পেড় মা কে নাম' কর্মসূচি প্রকৃতপক্ষে একটি আবেগঘন ও সামাজিক উদ্যোগ, যেখানে প্রতিটি বৃক্ষরোপণ মা'কে উৎসর্গ করা হয়। মাতৃভক্তির সঙ্গে পরিবেশ সচেতনতা মিলিয়ে এই কর্মসূচি ভারতে ইতিমধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে। এবার মালদ্বীপের মাটিতে সেই বার্তা পৌঁছে গেল, দুই দেশের হৃদ্যতা ও পরিবেশবান্ধব মনোভাবের প্রতীক হয়ে।
মালদ্বীপ সরকারের ৫ মিলিয়ন বৃক্ষরোপণ অঙ্গীকার
মালদ্বীপ সরকার ৫ মিলিয়ন বৃক্ষ রোপণের যে অঙ্গীকার নিয়েছে, এই কর্মসূচি তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। জনসংখ্যায় ছোট হলেও পরিবেশগত ঝুঁকির দিক থেকে মালদ্বীপ একটি অত্যন্ত স্পর্শকাতর দেশ। সমুদ্রের উচ্চতা বৃদ্ধির কারণে দেশটি অস্তিত্ব সংকটে পড়তে পারে—এমন আশঙ্কা বহু দিন ধরেই পরিবেশবিদরা করে আসছেন।
ভারত-মালদ্বীপ সম্পর্কের একটি নতুন মাত্রা
এই যৌথ বৃক্ষরোপণ কেবলমাত্র একটি প্রতীকী কর্মসূচি নয়; এটি দুই দেশের মধ্যে পরিবেশ সচেতনতা, সহযোগিতা ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতার একটি দৃঢ় বার্তা। ভারত যেমন তার প্রতিবেশীদের সঙ্গে ‘নেবারহুড ফার্স্ট’ নীতি অনুসরণ করে, তেমনই মালদ্বীপও ভারতের সঙ্গে সব ধরনের উন্নয়নমূলক ও পরিবেশগত উদ্যোগে শরিক হতে আগ্রহী।
COMMENTS