News Brief: উত্তর ২৪ পরগনা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করল SIO ও AIITA, স্বরূপনগর ব্লক প্রত্যয় নিউজ ড...
News Brief: উত্তর ২৪ পরগনা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের
সংবর্ধনা প্রদান করল SIO ও AIITA, স্বরূপনগর ব্লক
প্রত্যয় নিউজ ডেস্ক,
স্বরূপনগর, ২২শে জুন:
চলতি বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করল স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন (SIO) ও অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স অ্যাসোসিয়েশন (AIITA), স্বরূপনগর ব্লক। রবিবার, দত্তপাড়া চৌমাথা বাজার সংলগ্ন প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রায় ৬০ জন কৃতি ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুভ সূচনা করেন AIITA-এর জেলা সম্পাদক ইফতিকার হাবিব। তিনি তাঁর প্রারম্ভিক বক্তব্যে বলেন, "এই সংবর্ধনা শুধুমাত্র ছাত্রছাত্রীদের কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার একটি প্রয়াস নয়, বরং তাদের মধ্যে সমাজের প্রতি দায়বদ্ধতা এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার একটি উদ্যোগও বটে।"
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শুধুমাত্র পরীক্ষায় ভালো রেজাল্ট করাকেই শিক্ষার চূড়ান্ত লক্ষ্য বলে মনে না করে, একজন আদর্শ মানুষ ও দায়িত্ববান দেশপ্রেমিক হিসেবে নিজেকে গড়ে তোলার উপর জোর দেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন SIO-এর প্রাক্তন রাজ্য সভাপতি সায়েদ বি এস আল মামুন। তিনি "একজন কৃতি ছাত্রছাত্রীর সমাজের প্রতি দায়বদ্ধতা" বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন।
এছাড়াও বক্তব্য রাখেন বালকি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শাহাদাদ হোসেন, SIO-এর জেলা বিভাগীয় সম্পাদক মিনহাজুল রহমান, প্রাক্তন জেলা সভাপতি সামির হোসেন, প্রাক্তন ডিসি মেম্বার মনিরুল ইসলাম সহ আরও অনেকে। তাঁদের প্রত্যেকের বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষা ও সমাজ সচেতনতা গড়ে তোলার আহ্বান ছিল স্পষ্ট।
অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে ছাত্র-ছাত্রীদের সফলতার গল্প ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়া, যা অন্যদেরও অনুপ্রাণিত করে। মাঝে মাঝে কবিতা আবৃতি ও সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানে একটি সাংস্কৃতিক আবহ সৃষ্টি করে।
স্মারক হিসাবে প্রতিটি ছাত্র-ছাত্রীকে উপহারস্বরূপ একটি মেমেন্টো, ফাইল, ফুলের টব, SIO-এর সংক্ষিপ্ত পরিচিতি ও একটি মিষ্টির প্যাকেট প্রদান করা হয়। প্রোগ্রামের সমাপ্তি ঘটে প্রাক্তন জেলা সভাপতি সামির হোসেনের সমাপ্তি ভাষণের মাধ্যমে।
এদিন স্বরূপনগর ব্লকের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি প্রোগ্রামটিকে সার্থক করে তোলে। এই উদ্যোগ নিঃসন্দেহে আগামী দিনে ছাত্রসমাজকে আরও সচেতন, মানবিক ও গঠনমূলক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
COMMENTS